স্টিভ জবস
স্টিভ জবস যুক্তরাষ্ট্রের একজন সফল উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। তাকে পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথ প্রদর্শক হিসেবেও আখ্যায়িত করা যায়।
জবস ১৯৫৫ সালের ২৪শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে জন্মগ্রহণ করেন এবং পরে পল ও ক্লারা জবস নামক এক দম্পতি তাকে দত্তক হিসেবে গ্রহণ করেন এবং সেই দম্পতির নেম টাইটলে অনুযায়ী তার নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু তার আসল মা খ্রিস্টান, জোয়ান ক্যারোল এবং বাবা ছিলেন মুসলমান, আব্দুল্লাহ ফাতাহ জান্দালি।
স্টিভ জবস ১৯৭২ সালে হাই স্কুলের পাঠ শেষ করেন এবং রীড কলেজ়ে ভর্তি হন। তবে তিনি পরবর্তীতে কলেজ ছেড়ে দেয়ার পরেও ক্যালিগ্রাফীসহ আরো কিছু ক্লাসে যোগদান করেছিলেন যা পরবর্তী সময়ে খুব ভালো কাজে লেগেছে।১৯৮৫ সালের অক্টোবর মাসে স্টিভ জবস নিজে থেকেই অ্যাপল প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন এবং ৭ মিলিয়ন ইউএস ডলার দিয়ে নেক্সট কম্পিউটার নামক নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
১৯৯৬ সালে, অ্যাপল নেক্সটকে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয়ের ঘোষণা দেয়। ১৯৯৬ সালের শেষ দিকে লেনদেন চূড়ান্ত হয়। এর মাধ্যমে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা জবসের কোম্পানিটিতে প্রত্যাগমন ঘটে।
২০০৭ সালের ২৯ জুন প্রথম আইফোন বাজারজাত করা শুরু করেন। নান্দনিক প্রযুক্তি ও আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে বিনোদনের জগতে স্টিভ জবস একে একে প্রবর্তন করেন আইপড, আইপ্যাড। উল্লেখ্য, ২০১১ সালের আগষ্ট মাসে জবস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব থাকাকালিন পদত্যাগ করেন। কিন্তু তারপরেও তিনি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যান।ফোর্বস ম্যাগাজিন ২০১১ এর তথ্য অনুযায়ী জবসের আনুমানিক সম্পদের পরিমান ছিল প্রায় এক হাজার দুইশ কোটি মার্কিন ডলার।
২০০৩ সালে জবস জানতে পারেন তাঁর নিউরোইনডক্রিন টিউমার হয়েছে যা কিনা অগ্নাশয়ের একটি দুর্লভ কিন্তু অপারেশনযোগ্য ক্যান্সার।স্টিভ জবস দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। মাত্র ৫৬ বছর বয়সে অবসান ঘটে তার উজ্জ্বল জীবনের শেষ অধ্যায়।
কোন মন্তব্য নেই